ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অসুস্থ এক মুক্তিযোদ্ধার বাড়ি দখল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / 36

মুক্তিযোদ্ধার বাড়ি দখল । ছবি : নিউজ লাইট ৭১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় শারীরিকভাবে অসুস্থ এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) ওই মুক্তিযোদ্ধার পক্ষে তার ছেলে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলীর (মুক্তিযোদ্ধা গেজেট নম্বর-৪৭১৬) সঙ্গে ঘরসহ কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গংদের।

এরই জের ধরে প্রতিপক্ষরা জোরপূর্বক ওই মুক্তিযোদ্ধার বাড়িসহ জমি দখল করে নেয়। পরে মুক্তিযোদ্ধা হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান বাদল নিজে বাদী হয়ে রবিবার দুপুরে ভালুকা মডেল থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দেন।

এর আগেও একই এলাকার বাচ্চু মিয়া নামের আরেক জনের নির্মাণাধীন দুতলা ভবন দখলের অভিযোগ রয়েছে শফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে। পরে বাচ্চুর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে শালিসের মাধ্যমে বাচ্চুর পক্ষে রায় দেন। তবে ওই ভবন থেকে তাদেরকে উচ্ছেদ করতে পারেননি উপজেলা চেয়ারম্যান।

সোমবার দুপুরে ভালুকা-ঘাটাইল সড়কের উত্তর পাশের মুক্তিযোদ্ধা হাসমত আলীর বাড়িতে কথা হলে তিনি বলেন, সরকারি ভাতা প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তিনি। বয়সের ভারে শারীরিক ভাবে অসুস্থ। চোখে দেখেন না। কানেও তেমন শুনতে পারেন না। তার ছেলেরা তাকে জানিয়েছে, ভরাডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়িটি শফিকুলরা দখল করে নিয়েছে। ওই জমির সব কাগজপত্রই তার নামে। সরকারের সর্বশেষ মাঠ জরিপও তার নামে রেকর্ডভুক্ত হয়েছে।

বাড়ি দখলের বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা হাসমত আলী সম্পর্কে তার মামা হন। তাই ওই জমিতে তার মায়ের পৈত্রিক সূত্রে অধিকার রয়েছে।

লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, মুক্তিযোদ্ধা হাসমত আলীর পক্ষে তার ছেলে হাবিবুর রহমান বাদল একটি লিখিত অভিযোগ নিয়ে আসেন। অভিযোগটি তদারকি করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

অসুস্থ এক মুক্তিযোদ্ধার বাড়ি দখল

আপডেট টাইম : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

ময়মনসিংহের ভালুকা উপজেলায় শারীরিকভাবে অসুস্থ এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) ওই মুক্তিযোদ্ধার পক্ষে তার ছেলে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলীর (মুক্তিযোদ্ধা গেজেট নম্বর-৪৭১৬) সঙ্গে ঘরসহ কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গংদের।

এরই জের ধরে প্রতিপক্ষরা জোরপূর্বক ওই মুক্তিযোদ্ধার বাড়িসহ জমি দখল করে নেয়। পরে মুক্তিযোদ্ধা হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান বাদল নিজে বাদী হয়ে রবিবার দুপুরে ভালুকা মডেল থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দেন।

এর আগেও একই এলাকার বাচ্চু মিয়া নামের আরেক জনের নির্মাণাধীন দুতলা ভবন দখলের অভিযোগ রয়েছে শফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে। পরে বাচ্চুর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে শালিসের মাধ্যমে বাচ্চুর পক্ষে রায় দেন। তবে ওই ভবন থেকে তাদেরকে উচ্ছেদ করতে পারেননি উপজেলা চেয়ারম্যান।

সোমবার দুপুরে ভালুকা-ঘাটাইল সড়কের উত্তর পাশের মুক্তিযোদ্ধা হাসমত আলীর বাড়িতে কথা হলে তিনি বলেন, সরকারি ভাতা প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তিনি। বয়সের ভারে শারীরিক ভাবে অসুস্থ। চোখে দেখেন না। কানেও তেমন শুনতে পারেন না। তার ছেলেরা তাকে জানিয়েছে, ভরাডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়িটি শফিকুলরা দখল করে নিয়েছে। ওই জমির সব কাগজপত্রই তার নামে। সরকারের সর্বশেষ মাঠ জরিপও তার নামে রেকর্ডভুক্ত হয়েছে।

বাড়ি দখলের বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা হাসমত আলী সম্পর্কে তার মামা হন। তাই ওই জমিতে তার মায়ের পৈত্রিক সূত্রে অধিকার রয়েছে।

লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, মুক্তিযোদ্ধা হাসমত আলীর পক্ষে তার ছেলে হাবিবুর রহমান বাদল একটি লিখিত অভিযোগ নিয়ে আসেন। অভিযোগটি তদারকি করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

নিউজ লাইট ৭১