ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ বাজার উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / 36

উচ্ছেদ অভিযান (ছবি : নিউজ লাইট ৭১)

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ ঘেঁষে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ হয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিমের প্রচেষ্টায়। প্রথম শ্রেণির বারইয়ারহাট পৌরসভা অংশে দীর্ঘসময়ে একে একে গড়ে ওঠে প্রায় ৪৫টি সবজির দোকান। যা ইতোপূর্বে কোনো জনপ্রতিনিধি উচ্ছেদের উদ্যোগ না নেওয়ায় প্রায়ই ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটতো।

অবশেষে মঙ্গলবার (১ মার্চ) বারইয়ারহাট পৌরসভা ও রেলওয়ে কর্তৃপক্ষের প্রচেষ্টায় উচ্ছেদ হলো ঝুঁকিপূর্ণ বাজারটি। স্থানীয়রা দীর্ঘদিন এই কাঁচাবাজার উচ্ছেদে দাবি জানিয়ে আসছিল। ঝুঁকিপূর্ণ কাঁচাবাজার উচ্ছেদ হওয়ায় খুশি সচেতন জনসাধারণ।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেললাইন ঘেঁষে মিরসরাই উপজেলায় একমাত্র বারইয়ারহাট পৌরবাজারে কাঁচাবাজার গড়ে ওঠে। এই কাঁচা বাজারের কারণে ইতোপূর্বে একাধিক দুর্ঘটনায় ঝরেছে অসংখ্য তাজা প্রাণ। তাই বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ছিল- রেললাইনের পাশে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ করে সেসব ব্যবসায়ীদের স্থায়ীভাবে অন্যত্র পুণর্বাসন করা।

এ বিষয়ে মেয়র রেজাউল করিম খোকন বলেন, সময়ের পরিক্রমায় বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকায় ঝুঁকিপূর্ণভাবে কাঁচাবাজার গড়ে উঠেছে। কাঁচাবাজারের কারণে ট্রেনে কাটা পড়ে অসংখ্য নিহতের ঘটনাও ঘটছে। তারই প্রেক্ষিতে আমার নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে প্রায় ৪৫টি সবজির অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়েছে। তাদের পুণর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ বাজার উচ্ছেদ

আপডেট টাইম : ০৫:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ ঘেঁষে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ হয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিমের প্রচেষ্টায়। প্রথম শ্রেণির বারইয়ারহাট পৌরসভা অংশে দীর্ঘসময়ে একে একে গড়ে ওঠে প্রায় ৪৫টি সবজির দোকান। যা ইতোপূর্বে কোনো জনপ্রতিনিধি উচ্ছেদের উদ্যোগ না নেওয়ায় প্রায়ই ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটতো।

অবশেষে মঙ্গলবার (১ মার্চ) বারইয়ারহাট পৌরসভা ও রেলওয়ে কর্তৃপক্ষের প্রচেষ্টায় উচ্ছেদ হলো ঝুঁকিপূর্ণ বাজারটি। স্থানীয়রা দীর্ঘদিন এই কাঁচাবাজার উচ্ছেদে দাবি জানিয়ে আসছিল। ঝুঁকিপূর্ণ কাঁচাবাজার উচ্ছেদ হওয়ায় খুশি সচেতন জনসাধারণ।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেললাইন ঘেঁষে মিরসরাই উপজেলায় একমাত্র বারইয়ারহাট পৌরবাজারে কাঁচাবাজার গড়ে ওঠে। এই কাঁচা বাজারের কারণে ইতোপূর্বে একাধিক দুর্ঘটনায় ঝরেছে অসংখ্য তাজা প্রাণ। তাই বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ছিল- রেললাইনের পাশে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ করে সেসব ব্যবসায়ীদের স্থায়ীভাবে অন্যত্র পুণর্বাসন করা।

এ বিষয়ে মেয়র রেজাউল করিম খোকন বলেন, সময়ের পরিক্রমায় বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকায় ঝুঁকিপূর্ণভাবে কাঁচাবাজার গড়ে উঠেছে। কাঁচাবাজারের কারণে ট্রেনে কাটা পড়ে অসংখ্য নিহতের ঘটনাও ঘটছে। তারই প্রেক্ষিতে আমার নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে প্রায় ৪৫টি সবজির অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়েছে। তাদের পুণর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১