শিরোনাম :
বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ ডলার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
- / 117
নিউজ লাইট ৭১ ডেস্ক: বর্তমানে বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ ডলার বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের এখন মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ ডলার। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬০ হাজার ৪৪০ টাকা।
তিনি বলেন, আমাদের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। সেই লক্ষ্যমাত্রার বেশি অর্জন করতে পেরেছি আমরা। এখন হয়েছে হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। গত বছর প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।
তিনি বলেন, ডলারের বিপরীতে টাকার মান কমায় মাথাপিছু আয় ৩৮০ টাকা বেড়েছে। মাথাপিছু আয় ডলারে সমপরিমাণ হলেও টাকার অংকে তা বেড়েছে। গত বছর মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার।
Tag :