ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক দেখে প্রশংসায় ভক্তরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 33

শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে ও সুহানা খান

শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে এবং সুহানা খান শনিবার রাতে তিন বলি-কন্যা বেরোলেন পার্টি করতে। এই তিন বলি-কন্যার বন্ধুত্বের খবর অনেকেই জানেন। ফলে তারা যদি ডিনার-ডেটে যান, তা নিয়ে কারও বিশেষ কিছু ভাবার নেই। কিন্তু যা নিয়ে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তা এই তিন জনের পোশাক।

হালে ‘গহেরাইয়া’ ছবিতে দেখা গেছে অনন্যাকে। তিনি পরেছিলেন ল্যাভেন্ডার রঙের পোশাক। তিনি রেস্তোরাঁয় পৌঁছোন সুন্দর সেজেগুজে। সঙ্গে ছিল ছোট ব্যাগ। তার পরে আসেন শাহরুখ-কন্যা সুহানা। তিনি পরেছিলেন cropped top-ওয়ালা halter-neck straps। শানায়া সেজেছিলেন সাদা পোশাকে।

সাংবাদিকদের সামনে ছবি তোলানোর জন্য দীর্ঘ ক্ষণ সময়ও দিলেন তারা।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

পোশাক দেখে প্রশংসায় ভক্তরা

আপডেট টাইম : ০৪:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে এবং সুহানা খান শনিবার রাতে তিন বলি-কন্যা বেরোলেন পার্টি করতে। এই তিন বলি-কন্যার বন্ধুত্বের খবর অনেকেই জানেন। ফলে তারা যদি ডিনার-ডেটে যান, তা নিয়ে কারও বিশেষ কিছু ভাবার নেই। কিন্তু যা নিয়ে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তা এই তিন জনের পোশাক।

হালে ‘গহেরাইয়া’ ছবিতে দেখা গেছে অনন্যাকে। তিনি পরেছিলেন ল্যাভেন্ডার রঙের পোশাক। তিনি রেস্তোরাঁয় পৌঁছোন সুন্দর সেজেগুজে। সঙ্গে ছিল ছোট ব্যাগ। তার পরে আসেন শাহরুখ-কন্যা সুহানা। তিনি পরেছিলেন cropped top-ওয়ালা halter-neck straps। শানায়া সেজেছিলেন সাদা পোশাকে।

সাংবাদিকদের সামনে ছবি তোলানোর জন্য দীর্ঘ ক্ষণ সময়ও দিলেন তারা।

নিউজ লাইট ৭১