ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে আটক ২

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / 31

আটককৃত আসামিরা (ছবি : নিউজ লাইট ৭১)

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল ও ফারুক নামের দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ায় আলোচিত শীর্ষ মাদক কারবারি বাবুলের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ বাবুলকে আটক করা হয়। আটককৃত বাবুল একই এলকার মৃত আবুল হোসেনের ছেলে।

অপরদিকে একই এলাকায় মাদক ক্রয় করে বাড়ি ফেরার সময় ৭ পিস ইয়াবাসহ ফারুক হোসেনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে বিকাল পৌনে ৬টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট বিএম তারিকুজ্জামান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুদ্ধিমানপাড়ার শীর্ষ মাদক কারবারি বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ব্যবহৃত ট্রাউজারের পকেট থেকে ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়। বাবুলের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে মাদক কারবারি ফারুক হোসেনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে আটক ২

আপডেট টাইম : ০৪:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল ও ফারুক নামের দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ায় আলোচিত শীর্ষ মাদক কারবারি বাবুলের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ বাবুলকে আটক করা হয়। আটককৃত বাবুল একই এলকার মৃত আবুল হোসেনের ছেলে।

অপরদিকে একই এলাকায় মাদক ক্রয় করে বাড়ি ফেরার সময় ৭ পিস ইয়াবাসহ ফারুক হোসেনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে বিকাল পৌনে ৬টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট বিএম তারিকুজ্জামান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুদ্ধিমানপাড়ার শীর্ষ মাদক কারবারি বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ব্যবহৃত ট্রাউজারের পকেট থেকে ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়। বাবুলের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে মাদক কারবারি ফারুক হোসেনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ লাইট ৭১