প্রায় ৩ হাজার পর্যটক আটকা
- আপডেট টাইম : ০৬:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / 36
আবহাওয়ার তিন নম্বর সতর্ক সংকেত থাকায় কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে ভ্রমণে আসা প্রায় ৩ হাজারের অধিক পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আবহাওয়ার সংকেত বাড়বে না বরং কমে যেতে পারে। এদিকে সেন্টমার্টিনের আটকা পড়া পর্যটকদের সার্বিক বিষয়ে দেখাশুনা করছেন উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থা।
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, আবহাওয়া সংকেতের কারণে আটকা পড়া পর্যটকেরা স্বাভাবিক রয়েছেন। এদের সমস্যাদি উপজেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমি এবং আমার ইউনিয়ন পরিষদের সদস্যগণ সার্বিক দেখাশুনা করে যাচ্ছেন। হোটেল-মোটেল মালিকগণ আটকা পড়া পর্যটকদেরকে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী জানান, সেন্টমার্টিন দ্বীপে প্রায় ৩ হাজারের মতো পর্যটক আটকা পড়েছেন। তাদের সার্বিক দেখাশুনার জন্য আমি সরাসরি এবং সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নিয়োজিত আছি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদেরকে পর্যটকবাহী জাহাজযোগে টেকনাফ নিয়ে আসা হবে। বর্তমানে তারা নিরাপদ ও সুস্থ রয়েছেন।
নিউজ লাইট ৭১