ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচ দেখার টিকিট ১৫০ টাকা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / 29

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। সদ্য সমাপ্ত বিপিএলের ফাইনালের পর এবার চট্টগ্রামের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজেও স্টেডিয়ামে দর্শক প্রবেশ করানোর অনুমতি পেয়েছে বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ হাজার দর্শক আফগানিস্তান ও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দেখার সুযোগ পাবেন। সর্বনিম্ন ১৫০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে সরাসরি ম্যাচ দেখার জন্য। নগরীর বিটেক মোড়ে টিকিট বিক্রি হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ টিকিট বিক্রি চলবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম জানান, মঙ্গলবার থেকেই ম্যাচের টিকিট পাওয়া যাবে। এদিন সকাল ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।

তিনি আরও জানান, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপের টিকিটের দাম পড়বে ১ হাজার টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউজের টিকিট। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় কেনা যাবে।

এ সিরিজে তিনটি ওয়ান ডে ম্যাচ ছাড়াও দুটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচ হবে জহুর আহমেদ স্টেডিয়ামে। এছাড়াও ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানান, বিসিবির নির্দিষ্ট বুথে মঙ্গলবার থেকে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রি করা হবে। মঙ্গলবার সব টিকিট বিক্রি না হলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হবে।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

ম্যাচ দেখার টিকিট ১৫০ টাকা

আপডেট টাইম : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। সদ্য সমাপ্ত বিপিএলের ফাইনালের পর এবার চট্টগ্রামের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজেও স্টেডিয়ামে দর্শক প্রবেশ করানোর অনুমতি পেয়েছে বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ হাজার দর্শক আফগানিস্তান ও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দেখার সুযোগ পাবেন। সর্বনিম্ন ১৫০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে সরাসরি ম্যাচ দেখার জন্য। নগরীর বিটেক মোড়ে টিকিট বিক্রি হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ টিকিট বিক্রি চলবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম জানান, মঙ্গলবার থেকেই ম্যাচের টিকিট পাওয়া যাবে। এদিন সকাল ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।

তিনি আরও জানান, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপের টিকিটের দাম পড়বে ১ হাজার টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউজের টিকিট। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় কেনা যাবে।

এ সিরিজে তিনটি ওয়ান ডে ম্যাচ ছাড়াও দুটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচ হবে জহুর আহমেদ স্টেডিয়ামে। এছাড়াও ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানান, বিসিবির নির্দিষ্ট বুথে মঙ্গলবার থেকে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রি করা হবে। মঙ্গলবার সব টিকিট বিক্রি না হলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হবে।

নিউজ লাইট ৭১