সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা
- আপডেট টাইম : ০৫:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / 37
বগুড়ায় এক সিকিউরিটি গার্ডকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে এমন অভিযোগ ওঠেছ। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৩)। তিনি বগুড়া সদরের নামুজা বন্দরে সিকিউরিটি গার্ড এর কাজ করতেন। নিহত সিকিউরিটি গার্ড নুরুল ইসলাম পঞ্চদাস ভোলাপাড়া গ্রামের আসাদ সরদারের পুত্র বলে জানা গেছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার কামতারা ত্রি-মোহনি-পিরব রাস্তার পাশ থেকে ওই সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্ত্রী আমিনা বেগম অভিযোগ করে বলেন, কয়েকদিন পূর্বে নামুজা বন্দরে একটি দোকানে চুরি হয়। দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমার স্বামী নুরুল ইসলামকে নানাভাবে ভয়-ভীতি প্রদান কর। এমনকি রফিকুল তার স্বামীকে চারতলায় নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
তিনি অভিযোগ করেন, ওই ব্যবসায়ীরা তাঁর স্বামীকে সারা রাত নির্যাতন করে মেরে লাশ ফেলে দিয়ে গেছে। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে ওই হত্যা সংগঠিত হয়েছে তা এখনও জানা যায়নি।
নিউজ লাইট ৭১