হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৫:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / 35
চট্টগ্রাম নগরীরর বাকলিয়া থেকে আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার ২ নম্বর আসামি মো. উকিল আহাম্মদকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রাতে বাকলিয়ার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার।
উকিল আহাম্মদ (১৮) কক্সবাজারের মহেশখালী উপজেলার ছামিরাঘোনা এলাকার মৃত মনসুর আলমের ছেলে।
র্যাব কর্মকর্তা নূরুল আবছার বলেন, গত বছরের ৫ নভেম্বর কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া এলাকায় আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার প্রতিপক্ষ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বড়ভাই মহেশখালী থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপর থেকেই পলাতক ছিলেন উকিল আহাম্মদ।
তিনি আরও বলেন, স্বাভাবিক জীবনে ফেরার পরও প্রতিপক্ষের হাতে আলাউদ্দিন খুন হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য ছায়াতদন্ত করে র্যাব। একপর্যায়ে উকিলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মহেশখালী থানায় পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছাড়েন আলাউদ্দিন।
নিউজ লাইট ৭১