চোখের চিকিৎসা পেলেন ২০০ রোগী
- আপডেট টাইম : ০৭:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / 39
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাবের আয়োজিত দরিদ্র রোগীদের চোখের অপারেশন, ছানি অপারেশন, চশমার পাওয়ার নির্ধারণ ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রেসক্লাব চত্বরে বনি হাসান চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় ফ্রি চক্ষু ক্যাম্প বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন-বাংলা টিভি’র ব্যুরো চিফ লোকমান চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন-পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর,বিশেষ অতিথি ছিলেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বনি হাসান চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এম,এ তালেব, বোয়ালখালী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামছুল করিম লিটন, পৌর আওয়ামী লীগনেতা তাজুল ইসলাম প্রমূখ।
বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-সাংবাদিক এমরান চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, প্রচার সম্পাদক এস,এম নাঈম উদ্দিন,সদস্য সাইফুদ্দিন খালেদ,শাহা আলম বাবলু, জাহিদ হাসান।
সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫ জন চক্ষু চিকিৎসকদের সেবায় এ কার্যক্রম পরিচালিত হয়। ২ শতাধিক রোগীকে চশমা, ওষুধ প্রদান সহ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
নিউজ লাইট ৭১