স্বাবলম্বী হন গরু পালন করে
- আপডেট টাইম : ০৫:১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / 29
ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকার দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন তুহিন বলেন, আপনারা গরু পালন করে স্বাবলম্বী হন।
তিনি আরো বলেন, ওয়ার্ল্ড ভিশন বিনামূল্যে আপনাদেরকে গরু দিয়েছে, তা যথাযথভাবে পালন করে আত্মনির্ভরশীল হয়ে উঠুন। পরিবারের দুঃখ গোচান। আর এটাই হবে ওয়ার্ল্ড ভিশনের প্রতি ভালোবাসা।
সোমবার বিশ্ব ভালোবাসা দিবসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নান্দাইল এরিয়া প্রোগ্রাম আয়োজনে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের ২শত হতদরিদ্র পরিবারের মাঝে ২শত বকনা গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক আলম ফরাজী, রমেশ কুমার পার্থ, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধা ভোগী পরিবারের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ লাইট ৭১