জুয়ার আসর থেকে আটক ৮
- আপডেট টাইম : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / 33
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অর্থের বিনিময়ে জুয়ার আসর থেকে নগদ টাকা, মোবাইল ফোন, তাস সহ আটজন জুয়াড়িকে আটক করেছে বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্র।
রাত আনুমানিক দেড়টায় উপজেলার ইমাদপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায় আরিফ (আইয়ুব) আলীর বসতবাড়িতে অভিযান চালায় বৈরাতী তদন্ত কেন্দ্রের পুলিশ।
এসময় মৃত আবুল হোসেনের ছেলে আরিফ আলি, আইয়ুব নবী (৪৫), সায়দার রহমারে ছেলে রফিকুল ইসলাম (৩০), আব্দুল খালেকের পুত্র সাহানুর রহমান (৪০), মৃত ফজল হকের ছেলে বকুল মিয়া (৩৫), রুহুল আমিন (৪৫), মৃত খাজির-উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম(৩৫), মৃত-সুধীন দাশের ছেলে সুনীল দাস(৩৫), মৃত মহেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে স্বপন চন্দ্র বর্মন (৩০) কে আটক করা হয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান নিউজ লাইট ৭১ কে জানান, গোঁপন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আটজনকে আটক করা হয়। এসময় একটি সাদা ও কালো রঙ্গের বিছানার চাদর, দুই বান্ডিল তাস, সাতটি মোবাইল ফোন ও নগদ ৫ হজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
নিউজ লাইট ৭১