ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / 32
কুড়িগ্রামের রাজারহাটে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকোলে নিজ বাড়ীতে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ময়না খাতুন (৪০) কে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।
জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে রাজারহাট থানার এস আই তসির উদ্দিনের নেতৃত্বে এএসআই নাসিরুল ইসলাম ও সঞ্জিব কুমার সহ পুলিশ বাহিনী উপজেলার ছিনাই ইউনিয়নের একতা বাজারস্থ জয়কুমার (আবাসন) গ্রামের মাদক কারবারি ইব্রাহিমের বাড়িতে অভিযান পরিচালনা করে রান্না ঘরে খড়ির আড়ালে রাখা একটি বস্তায় ৪৫ বোতল ফেনসিডিলসহ ময়না খাতুনকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী ইব্রাহিম সটকে পড়ে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, আটককৃত মহিলার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
নিউজ লাইট ৭১