রূপায়ন টাউন থেকে এক শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট টাইম : ১০:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / 109
নিউজ লাইট ৭১ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে আবাসিক এলাকা রূপায়ন টাউন থেকে এক শ্রীলঙ্কান নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধায় লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম রেবেকা অধিকারিনী। তার বয়স ২৮ বছর। শ্রীলঙ্কার নাগরিক এই নারী সিদ্ধিরগঞ্জের একটি বায়িং হাউজের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফতুল্লার আবাসিক এলাকায় রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ওই ফ্লাটের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহতের সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য সম্পর্কে জানা যাবে।