ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আপিল করলেন জায়েদ খান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 33

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন-২০২২ এর সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন নায়ক জায়েদ খান।

সোমবার জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি আপিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং বিচারপতি মামনুন রহমানের সমন্বিত বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারের চেয়ে ভোটে এগিয়ে থাকায় প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।

এরপর শনিবার (৫ জানুয়ারী) নিপুণ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জায়েদ খানের প্রার্থীতা বাতিল চেয়ে নির্বাচনের আপিল বোর্ডে আবেদন করেন। ঐদিন সন্ধ্যাতেই নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে জায়েদ খানের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত জানান। একইসঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আপিল করলেন জায়েদ খান

আপডেট টাইম : ০৪:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন-২০২২ এর সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন নায়ক জায়েদ খান।

সোমবার জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি আপিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং বিচারপতি মামনুন রহমানের সমন্বিত বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তারের চেয়ে ভোটে এগিয়ে থাকায় প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।

এরপর শনিবার (৫ জানুয়ারী) নিপুণ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জায়েদ খানের প্রার্থীতা বাতিল চেয়ে নির্বাচনের আপিল বোর্ডে আবেদন করেন। ঐদিন সন্ধ্যাতেই নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে জায়েদ খানের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত জানান। একইসঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন।

নিউজ লাইট ৭১