পর্নোগ্রাফির অভিযোগে যুবক গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৫:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / 32
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে প্রকাশ করায় পর্নোগ্রাফির অভিযোগে যুবক আবু সাঈদ মিয়াকে শনিবার গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আবু সাঈদ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের সুবেদ আলীর ছেলে।
জানা গেছে, ফেসবুকের মাধ্যমে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের এক গৃহবধূর সাথে পরিচয় ঘটে আবু সাঈদের। সেই সূত্র ধরে দীর্ঘদিন থেকে তার সাথে ওই গৃহবধূর কথাবার্তা চলে আসছিল। এমনকি ওই গৃহবধূর স্বামীর বাড়িতে যাওয়া আসা করছিল। এরই একপর্যায় ওই গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুক আইডি হতে প্রকাশ করলে ওই গৃহবধূর পরিবারের লোকজন বিষয়টি দেখে।
শনিবার আবু সাঈদ গৃহবধূর শ্বশুর বাড়িতে গেলে, সুকৌশলে তাকে আটকে রেখে গাইবান্ধা র্যাবকে খবর দেয়। র্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে যুবক আবু সাঈদকে গ্রেপ্তার করে। এ নিয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই রায়হান জানান, পনোর্গ্রাফি আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজ লাইট ৭১