ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য মেলার সময় বাড়ছে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / 27

সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়তে থাকায় এ বছর সময় বাড়ানো হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। ফলে আগামী সোমবার শেষ হচ্ছে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রের (বিবিসিএফইসি) মাসব্যাপী এই মেলা।

মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, মেলায় অংশ নেয়া ব্যবসায়ী বা গেট ইজারাদার প্রতিষ্ঠান কেউই সময় বাড়ানোর কোনও আনুষ্ঠানিক আবেদন জানায়নি। তবে লোকসানের কথা জানিয়ে কেউ কেউ মৌখিকভাবে সময় বাড়ানোর অনুরোধ করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকেও সময় বাড়ানোর কোনও নির্দেশনা দেয়া হয়নি।

বিগত বছরগুলোতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হত।

সর্বশেষ ২০১৯ ও ২০২০ সালেও মেলার সময়সীমা বাড়ানো হয়েছিল।

বাণিজ্য মেলার পরিচালক ও ইপিবির সচিব ইফতেখার আহমেদ শনিবার (২৯ জানুয়ারি) বলেন, আনুষ্ঠানিকভাবে কোনও ব্যবসায়ী সময় বাড়ানোর অনুরোধ করেননি। গেট ইজারাদার প্রতিষ্ঠান থেকেও আবেদন আসেনি। আর কেউ আবেদন করলেও এবার সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইপিবির। কারণ করোনা সংক্রমণ বাড়ছে। তাই মেলা শেষ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

ব্যবসায়ীদের পাশাপাশি প্রতিবছর মেলার সময় বাড়ানোর অনুরোধ থাকে মেলার গেটের ইজারাদার প্রতিষ্ঠান মীর ব্রাদার্সেরও। করোনার কারণে এবার তাদেরও অনুরোধ নেই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (অপারেশন) সাইদুর রহমান বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েকদিন ধরে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কমে গেছে। এবার কিছুটা লোকসান হলেও মেলার মাধ্যমে করোনার সংক্রমণ যেন না ছড়ায় সেই বিবেচনা থেকেই সময় বাড়ানোর আবেদন করা হয়নি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাণিজ্য মেলার সময় বাড়ছে না

আপডেট টাইম : ০৫:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়তে থাকায় এ বছর সময় বাড়ানো হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। ফলে আগামী সোমবার শেষ হচ্ছে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রের (বিবিসিএফইসি) মাসব্যাপী এই মেলা।

মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, মেলায় অংশ নেয়া ব্যবসায়ী বা গেট ইজারাদার প্রতিষ্ঠান কেউই সময় বাড়ানোর কোনও আনুষ্ঠানিক আবেদন জানায়নি। তবে লোকসানের কথা জানিয়ে কেউ কেউ মৌখিকভাবে সময় বাড়ানোর অনুরোধ করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকেও সময় বাড়ানোর কোনও নির্দেশনা দেয়া হয়নি।

বিগত বছরগুলোতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হত।

সর্বশেষ ২০১৯ ও ২০২০ সালেও মেলার সময়সীমা বাড়ানো হয়েছিল।

বাণিজ্য মেলার পরিচালক ও ইপিবির সচিব ইফতেখার আহমেদ শনিবার (২৯ জানুয়ারি) বলেন, আনুষ্ঠানিকভাবে কোনও ব্যবসায়ী সময় বাড়ানোর অনুরোধ করেননি। গেট ইজারাদার প্রতিষ্ঠান থেকেও আবেদন আসেনি। আর কেউ আবেদন করলেও এবার সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইপিবির। কারণ করোনা সংক্রমণ বাড়ছে। তাই মেলা শেষ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

ব্যবসায়ীদের পাশাপাশি প্রতিবছর মেলার সময় বাড়ানোর অনুরোধ থাকে মেলার গেটের ইজারাদার প্রতিষ্ঠান মীর ব্রাদার্সেরও। করোনার কারণে এবার তাদেরও অনুরোধ নেই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (অপারেশন) সাইদুর রহমান বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েকদিন ধরে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি কমে গেছে। এবার কিছুটা লোকসান হলেও মেলার মাধ্যমে করোনার সংক্রমণ যেন না ছড়ায় সেই বিবেচনা থেকেই সময় বাড়ানোর আবেদন করা হয়নি।

নিউজ লাইট ৭১