অত্যাধুনিক কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ
- আপডেট টাইম : ০২:৩৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / 28
ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে অত্যাধুনিক অ্যান্টি কাটার ও অ্যান্টি ক্লাইম্বিং কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। এরই মধ্যে বেড়া দেয়ার কাজও করেছে বাহিনীটি।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর উত্তরবঙ্গের ফ্রন্টিয়ারের আই জি অজয় সিং গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
পাশাপাশি তিনি জানান, পুরনো কাঁটাতার পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে বিএসএফ। নারী কনস্টেবল নিয়ে তৈরি করা হচ্ছে বিএসএফ ওমেন ব্যান্ড।
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৯৩৬.৪১ কিলোমিটার। যার মধ্যে প্রায় ১০০কিলোমিটার সীমান্ত রয়েছে যা কাঁটাতারবিহীন।
ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রতিনিয়ত ভারতে চোরা পথে প্রবেশ চলছে। শুধু তাই নয় সীমান্ত দিয়ে মানবপাচার ও মাদকসহ চোরাচালানের কারবারের ঘটনা ঘটে থাকে।
তাই এবার ওই সীমান্তে অত্যাধুনিক ফেন্সিং লাগাতে উদ্যোগ গ্রহণ করতে চলেছে বিএসএফ। জানা গেছে, চলতি বছরে ওইসব সীমান্তে অ্যান্টি কাট ও অ্যান্টি ক্লাইম্ব ফেন্সিং লাগানো হবে।
এ জন্য ১৮ কোটি রুপি বরাদ্দ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ওই টাকা দিয়ে যত দ্রুত সম্ভব বেড়াবিহীন ওইসব এলাকায় সীমান্ত দেয়া হবে।
নিউজ লাইট ৭১