রাস্তার মোড়ে-মোড়ে অভিযান
- আপডেট টাইম : ০৫:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / 29
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে এবং মাস্ক পরা নিশ্চিত করতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে রাস্তার মোড়ে-মোড়ে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই কথা বলেন।
এ সময় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস অর্ধেক জনবল নিয়ে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার।
রোববার (২৩ জানুয়ারি) রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিধিনিষেধ চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে রাতে নির্দেশ জারি হওয়ার কারণে অনেক অফিসেই বিষয়টি জানত না।
সারা দেশে নিম্ন আদালতের কার্যক্রম অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে চলবে বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।
নিউজ লাইট ৭১