টাঙ্গাইলের নাগরপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে ড্রেজার
- আপডেট টাইম : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
- / 118
নিউজ লাইট ৭১ ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ড্রেজার দিয়ে উপজেলার গয়হাটা ইউনিয়নে বনগ্রাম বিলের ব্রিজের পাশ থেকে সাবেক মেম্বার কাইমুদ্দিন ও আব্দুল মান্নান দীর্ঘদিন যাবত বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, নাগরপুর-চৌহালী প্রধান সড়কের গয়হাটা ইউনিয়নের বনগ্রাম বিলের উপর নির্মিত ব্রিজের উত্তর পাশে বাংলা ড্রেজার মেশিন দিয়ে অবাধে দিন-রাত চলছে বালি উত্তোলন।
কাইমুদ্দিন মেম্বার ও আব্দুল মান্নানের যোগসাজসে বাংলা ড্রেজার দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে লিপ্ত রয়েছে। আব্দুল মান্নান এর প্রায় শতাধীক শতাংশ ফসলী জমিতে এই বালু ফেলে ভরাট করা হয়।
একদিকে যেমন ফসলী জমি কমে আসছে অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা, বসতবাড়ী ও ব্রীজসহ পুরো এলাকাটি দাঁড়িয়েছে আজ ভাঙ্গন হুমকির মুখে।
বালু উত্তোলনের বিষয়ে আব্দুল মান্নান জানান, তার আত্মীয় কাইমুদ্দিন মেম্বার এর সহযোগীতায় ৩-৪ সপ্তাহ যাবত বনগ্রাম বিল থেকে বাংলা ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে আসছে। কিন্তু কাইমুদ্দিন মেম্বারকে মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
এবিষয়ে নাগরপুর উপজেলার দায়িত্বে থাকা দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদা আক্তার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।