ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
- আপডেট টাইম : ১২:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / 39
বঙ্গবন্ধু সেতুতে লাশবাহী গাড়ির সঙ্গে অজ্ঞাত পরিবহনের সংঘর্ষ হয়েছে। এসময় একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২৬ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়। ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ভোর থেকেই পশ্চিমপাড়ের সিরাজগঞ্জ অংশে পরিবহনের চাপ ছিল। এর মধ্যে সকালের দিকে ঢাকাগামী লাশবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয় অজ্ঞাত এক পরিবহন। এতে অ্যাম্বুলেন্স চালক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হলেও সৃষ্টি হয় যানজটের।
নিউজ লাইট ৭১