শ্রীবরদীর সাব-রেজিস্টার আটক
- আপডেট টাইম : ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
- / 115
নিউজ লাইট ৭১ ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্টার অফিসে অভিযান পরিচালনা করে সাব-রেজিস্টার মো. আব্দুর রহমান ভূঁইয়াকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দুদকের টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়া জমির দলিল রেজিস্ট্রি করার জন্য নানাভাবে স্থানীয় লোকজনকে হয়রানি ও নাজেহাল করে আসছিলেন। জমির দলিল করতে গেলে গ্রাহকদের কাছ থেকে তিনি নানা কায়দায় সরকারি মূল্যের চেয়ে অধিক টাকা আদায় করতেন। তাঁকে ঘুষ না দিলে কোন দলিল রেজিস্ট্রি হত না।
ভূক্তভোগীরা লিখিতভাবে বিষয়টি দুদককে জানায়। এর প্রেক্ষিতে বুধবার দুদকের একটি দল সকাল থেকে ওই অফিসের সামনে ওত পেতে ছিল। তারা সারাদিন রেজিস্ট্রি অফিসে আগত লোকজনের কাছে তথ্য সংগ্রহ করেন।
পরে সন্ধ্যার দিকে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইঞার কক্ষে ঢুকে তল্লাশি করে টেবিলের ড্রয়ার ও প্যান্টের পকেট থেকে ঘুষের ৯৫ হাজার ৫০০ টাকাসহ তাঁকে হাতেনাতে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সাব-রেজিস্ট্রার আব্দুর রহমানের কাছ থেকে ঘুষের গ্রহণকৃত ৯৫ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মামলা হবে।