ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা লন্ডনে দ্বিতীয় ভাষার মর্যাদা পেলো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • / 142

নিউজ লাইট ৭১ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্বিতীয় ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা! বর্তমানে লন্ডনে বসবাসকারী প্রায় ৭২ হাজার মানুষ প্রধান ভাষা হিসেবে বাংলা ভাষায় কথা বলেন।

লন্ডনে বাংলা ভাষার পরেই অবস্থান পোলিশ ও তুর্কি ভাষার। সম্প্রতি সিটি লিট নামে একটি প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপটি চালানো হয়, লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য, বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শহরে ইংরেজির পর কোন ভাষায় বাসিন্দারা বেশি কথা বলেন সেটা জানতে।

এশিয়ান ভয়েস ডটকম নামের এক অনলাইন এ খবর প্রকাশ করেছে।

জরিপে দেখা গেছে, লন্ডনের ৮ শতাংশ মানুষ ইংরেজির পাশাপাশি দ্বিতীয় অন্য ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা ভাষা।

জরিপে বলা হয়, লন্ডনের ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা তাদের প্রধান ভাষা হিসেবে বাংলায় কথা বলেন।

বাংলার পরই রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। লন্ডনের প্রায় ১ লাখ ৬৫ হাজার বাসিন্দা এই তিনটি ভাষার একটিকে প্রধান ভাষা হিসেবে ব্যবহার করেন।

Tag :

শেয়ার করুন

বাংলা লন্ডনে দ্বিতীয় ভাষার মর্যাদা পেলো

আপডেট টাইম : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্বিতীয় ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা! বর্তমানে লন্ডনে বসবাসকারী প্রায় ৭২ হাজার মানুষ প্রধান ভাষা হিসেবে বাংলা ভাষায় কথা বলেন।

লন্ডনে বাংলা ভাষার পরেই অবস্থান পোলিশ ও তুর্কি ভাষার। সম্প্রতি সিটি লিট নামে একটি প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপটি চালানো হয়, লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য, বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শহরে ইংরেজির পর কোন ভাষায় বাসিন্দারা বেশি কথা বলেন সেটা জানতে।

এশিয়ান ভয়েস ডটকম নামের এক অনলাইন এ খবর প্রকাশ করেছে।

জরিপে দেখা গেছে, লন্ডনের ৮ শতাংশ মানুষ ইংরেজির পাশাপাশি দ্বিতীয় অন্য ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলা ভাষা।

জরিপে বলা হয়, লন্ডনের ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা তাদের প্রধান ভাষা হিসেবে বাংলায় কথা বলেন।

বাংলার পরই রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। লন্ডনের প্রায় ১ লাখ ৬৫ হাজার বাসিন্দা এই তিনটি ভাষার একটিকে প্রধান ভাষা হিসেবে ব্যবহার করেন।