ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • / 32

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। তবে বহিঃশত্রু আক্রমণ করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে দেশ।

রোববার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৮১তম বিএমএ লং কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি প্যারেডে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নতুন কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের সন্তান হিসেবে এ দেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের  প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে-বিদেশে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনী  প্রসংশা খুঁড়িয়েছে। আমি যখন বিদেশে যাই, সকলে যখন প্রসংশা করে, তখন বুকটা আমার গর্বে ভরে যায়।’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী

আপডেট টাইম : ০১:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। তবে বহিঃশত্রু আক্রমণ করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে দেশ।

রোববার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৮১তম বিএমএ লং কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি প্যারেডে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নতুন কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের সন্তান হিসেবে এ দেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের  প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে-বিদেশে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনী  প্রসংশা খুঁড়িয়েছে। আমি যখন বিদেশে যাই, সকলে যখন প্রসংশা করে, তখন বুকটা আমার গর্বে ভরে যায়।’

নিউজ লাইট ৭১