ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আদালত খালেদার জামিন না দিলে সরকারের কিছু করার নেই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • / 114

ফাইল ছবি

নিউজ লাইট ৭১ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চেয়েছেন বলে জানান তিনি।

এদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। আওয়ামী যুবলীগের পক্ষে শ্রদ্ধা জানান দলটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এছাড়া ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, জাতীয় গণতান্ত্রিক দল, জাতীয় পার্টি-জেপি, জাতীয় যুব সংহতিও শ্রদ্ধা জ্ঞাপন করে।

এছাড়া তিন নেতার মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক দল।

আদালত খালেদা জিয়াকে জামিন দিলে সরকারের কিছু করার নেই উল্লেখ করে কাদের বলেন, খালেদা জিয়াকে তো সরকার আটকে রাখেনি তাহলে বিএনপির আন্দোলন করবে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে? আদালত যদি জামিন না দেয় সেখানে তো সরকারের কিছু করার নেই। যদি আন্দোলন করতে চায় তাহলে জনগণ সেটা প্রতিহত করবে।

রাজনীতির মাঠ অশান্ত হয়ে গেলে আওয়ামী লীগের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির মাঠ অশান্ত হবে না। কারণ, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জ্বালাও-পোড়াও করতে চায়; তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী শেখ হাসিনার নেতৃত্বে। পূর্বের ন্যায় জ্বালাও-পোড়াও করে তাহলে জনগণ তাদের বিচার করবে।

গতকাল (বুধবার) আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় কি সিদ্ধান্ত হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় কমিটির সভা হয়েছে। সেখানে আওয়ামী লীগের বাজেট বিষয়ে আলোচনা হয়েছে। সম্মেলন সফল করার ব্যাপারে আমাদের সভানেত্রী সকলের সহযোগিতা কামনা করেছেন ।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে বলতে গিয়ে কাদের বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা সংগ্রামের পর গণতন্ত্র আজ এই অবস্থায় পৌঁছেছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা জানাব।

Tag :

শেয়ার করুন

আদালত খালেদার জামিন না দিলে সরকারের কিছু করার নেই

আপডেট টাইম : ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চেয়েছেন বলে জানান তিনি।

এদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। আওয়ামী যুবলীগের পক্ষে শ্রদ্ধা জানান দলটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এছাড়া ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, জাতীয় গণতান্ত্রিক দল, জাতীয় পার্টি-জেপি, জাতীয় যুব সংহতিও শ্রদ্ধা জ্ঞাপন করে।

এছাড়া তিন নেতার মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক দল।

আদালত খালেদা জিয়াকে জামিন দিলে সরকারের কিছু করার নেই উল্লেখ করে কাদের বলেন, খালেদা জিয়াকে তো সরকার আটকে রাখেনি তাহলে বিএনপির আন্দোলন করবে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে? আদালত যদি জামিন না দেয় সেখানে তো সরকারের কিছু করার নেই। যদি আন্দোলন করতে চায় তাহলে জনগণ সেটা প্রতিহত করবে।

রাজনীতির মাঠ অশান্ত হয়ে গেলে আওয়ামী লীগের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির মাঠ অশান্ত হবে না। কারণ, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জ্বালাও-পোড়াও করতে চায়; তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী শেখ হাসিনার নেতৃত্বে। পূর্বের ন্যায় জ্বালাও-পোড়াও করে তাহলে জনগণ তাদের বিচার করবে।

গতকাল (বুধবার) আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় কি সিদ্ধান্ত হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় কমিটির সভা হয়েছে। সেখানে আওয়ামী লীগের বাজেট বিষয়ে আলোচনা হয়েছে। সম্মেলন সফল করার ব্যাপারে আমাদের সভানেত্রী সকলের সহযোগিতা কামনা করেছেন ।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে বলতে গিয়ে কাদের বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা সংগ্রামের পর গণতন্ত্র আজ এই অবস্থায় পৌঁছেছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা জানাব।