ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক মাস ধরে দৌলতদিয়ায় যানজট চরমে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / 33

ছবি: সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২০টি ফেরির মধ্যে পাঁচটি মেরামতের জন্য ডকইয়ার্ডে। বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সঙ্কটের কারণে এই রুটে প্রায় এক মাস ধরে যানজট চরমে উঠেছে।

ফেরি স্বল্পতা ও ঘাটে থাকা ফেরিগুলোর ধীর গতির কারণে যানবাহন পারাপার কমে গেছে। যে কারণে যানজট লেগে আছে বলে জানান পণ্যবাহী ট্রাক চালক ও হেলপাররা।

অন্যদিকে গত তিন চারদিন ধরে যানজটে আটকে থাকার ফলে দুর্ভোগের মাত্রা চরমে উঠেছে অপচনশীল পণ্যবাহী ট্রাক চালকদের।

এ রুটে চলাচল করা ১৫টি ফেরির মধ্যে ৬টি রোরো ও ৯টি কে টাইপ ও ইউটিলিটি ফেরি।

মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাট জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি এলাকা ও গোয়ালন্দমোড় মহাসড়কে ৮ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহি বাস নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র এজিএম নাসির উদ্দিন চৌধুরী জানান, এই রুটে ২০টি ফেরির মধ্যে ৫টি ফেরি ডকইয়ার্ডে। এ কারণে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তাই কিছুটা যানজট দেখা দিয়েছে। আজ একটি ফেরি মেরামত শেষে বহরে যোগ হলে কিছুটা যানজট কমবে বলে আশা করছি।

নিউজ লাইট ৭১

 

Tag :

শেয়ার করুন

এক মাস ধরে দৌলতদিয়ায় যানজট চরমে

আপডেট টাইম : ১২:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২০টি ফেরির মধ্যে পাঁচটি মেরামতের জন্য ডকইয়ার্ডে। বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সঙ্কটের কারণে এই রুটে প্রায় এক মাস ধরে যানজট চরমে উঠেছে।

ফেরি স্বল্পতা ও ঘাটে থাকা ফেরিগুলোর ধীর গতির কারণে যানবাহন পারাপার কমে গেছে। যে কারণে যানজট লেগে আছে বলে জানান পণ্যবাহী ট্রাক চালক ও হেলপাররা।

অন্যদিকে গত তিন চারদিন ধরে যানজটে আটকে থাকার ফলে দুর্ভোগের মাত্রা চরমে উঠেছে অপচনশীল পণ্যবাহী ট্রাক চালকদের।

এ রুটে চলাচল করা ১৫টি ফেরির মধ্যে ৬টি রোরো ও ৯টি কে টাইপ ও ইউটিলিটি ফেরি।

মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাট জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি এলাকা ও গোয়ালন্দমোড় মহাসড়কে ৮ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহি বাস নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র এজিএম নাসির উদ্দিন চৌধুরী জানান, এই রুটে ২০টি ফেরির মধ্যে ৫টি ফেরি ডকইয়ার্ডে। এ কারণে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তাই কিছুটা যানজট দেখা দিয়েছে। আজ একটি ফেরি মেরামত শেষে বহরে যোগ হলে কিছুটা যানজট কমবে বলে আশা করছি।

নিউজ লাইট ৭১