বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল
- আপডেট টাইম : ১১:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / 41
দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে আগামী ২০২২ বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। শুক্রবার সকালে বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ সাও পাওলোতে তারা জিতেছে ১-০ গোলে।
বিশ্বকাপ বাছাই পর্বের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখে দিয়েছিলো ব্রাজিল। ফলে তারাই যে সবার আগে বিশ্বকাপের টিকিট পাবে, তা একপ্রকার নিশ্চিতই ছিল। হলোও তাই!
নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে আক্রমণে ব্রাজিলের দাপট থাকলেও প্রথমার্ধে গোলের জোরালো সম্ভাবনা তৈরি করেছিলো কলম্বিয়া। বিরতির পরও রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সুযোগগুলো ব্যর্থতায় মিলিয়ে যাচ্ছিল ফিনিশিংয়ের দুর্বলতায়।
অবশেষে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জয়সূচক গোলটি করেন লুকাস পাকুয়েতা। এই লিড ধরে রেখে কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল তিতের শিষ্যরা।
৭২তম মিনিটে সেলেসাওদের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার পাকুয়েতা। তাকে অ্যাসিস্ট করেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার।
ম্যাচের ৬৩ শতাংশ সময়ে বল পায়ে রাখা ব্রাজিল গোলমুখে ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ছয়টি। অন্যদিকে, সফরকারী কলম্বিয়ার নেয়া পাঁচটি শটের একটি ছিল লক্ষ্যে।
বাছাইয়ে ১২ ম্যাচ খেলে শীর্ষে থাকা ব্রাজিলের এটি একাদশ জয়। তারা ড্র করেছে বাকিটিতে। সবমিলিয়ে তাদের অর্জন ৩৪ পয়েন্ট। ১০ দলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তাদের ঠিক পেছনেই রয়েছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে তারা পেয়েছে ২৫ পয়েন্ট। পাঁচে নেমে যাওয়া কলম্বিয়ার পয়েন্ট ১৩ ম্যাচে ১৬।
নিউজ লাইট ৭১