শিরোনাম :
স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের দীপু চাকমা।
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
- / 89
নিউজ লাইট ৭১ ডেস্ক: ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে প্রথম স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ।
সোমবার (২ ডিসেম্বর) সকালে নেপালের কাঠমান্ডু-পোখারায় তায়াকোয়ানদো ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের দীপু চাকমা।
তায়কোয়ান্দো দো হলে অনুষ্ঠিত ছেলেদের একক পুমসায় ঊর্ধ-২৯ শ্রেণিতে দিপু হারিয়েছেন ভারতের প্রতিযোগীকে।
এর আগে সকালে কারাতে কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে দিনের শুভ সূচনা করেছিলেন হুমায়রা আক্তার অন্তরা।
এর আগে ২০১০ সালে ঢাকার এসএ গেমসে সর্বোচ্চ দুইটি সোনার পদক পেয়েছিল বাংলাদেশ।
শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে দুটি সোনা এনে দিয়েছিলেন। ২০০৬ সালে কলম্বোতে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছিলেন মিজানুর রহমান।
Tag :