বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের
- আপডেট টাইম : ১০:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
- / 111
নিউজ লাইট ৭১ ডেস্ক: পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আর আওয়ামী লীগকে বাচাঁতে হলে দলের ত্যাগী নেতা কর্মীদের বাঁচাতে হবে, এতে দল টিকে থাকবে।’
দলের নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন কমিটি করবেন আর খারাপ লোককে দলে টেনে আনবেন তা চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সোমবার দুপুরে শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেনকে সভাপতি এবং ভিপি আব্দুল মন্নানকে জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে জেলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথী হিসেবে বক্তব্যে ওবায়দুল কাদের দলের শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতা-কর্মীদের কঠোর হুশিয়ারী দিয়ে আরও বলেন দল ভাড়ি করতে নিজের পরিবারের লোকদের কিংবা অন্য দলের মানুষদের দলে না টানার জন্য নির্দেশ দেন। দলের ত্যাগী ও পরিক্ষিতদের মূল্যায়ন করার কথাও বলেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপিকে উদ্যেশ্য করে বলেন, আওয়ামী লীগ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে বলে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জেরে হানিফ বলেন, আওয়ামী লীগ এ দেশের গণ মানুষের দল, এ দল কচুপাতার পানি নয়, যে ধাক্কা দিলেই পরে যাবে বলে মন্তব্য করেন হানিফ।
এর আগে সোমবার সকালে জাতীয় সঙ্গিতের সাথে সাথে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলণে শুভ উদ্ভোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্ভোধন করেন সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ, সম্মেলনে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এ্যড. আফজাল হোসেনসহ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে জেলা আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ জেলা ও উপজেলার নেতা-কর্মী যোগ দেন।