ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে হাজির না করায় শুনানি পেছালো
- আপডেট টাইম : ০৩:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / 43
মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে সোমবারও আদালতে হাজির না করায় শুনানির তারিখ পিছিয়ে গেলো।
সোমবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলাটির চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি মর্মে আদালতকে অবহিত করেন কারাকর্তৃপক্ষ।
আদালত আগামি ১০ জানুয়ারি সম্রাটের উপস্থিতিতে চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।
এর আগে ২২ সেপ্টেম্বর মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগপত্র গ্রহণের শুনানি হয়নি। বিচারক সোমবার (২৫ অক্টোবর) সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির করার (প্রোডাকশন ওয়ারেন্ট) নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করেন দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নিউজ লাইট ৭১