হিন্দু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্লোবাল বাংলা হিন্দু কোয়ালিশন বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স
- আপডেট টাইম : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / 41
সাম্প্রতিক সময়ে কোরআন অবমাননার অভিযোগে দেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্লোবাল বাংলা হিন্দু কোয়ালিশন বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে মানববন্ধনে অংশ নেন সেখানে বসবাসরত প্রবাসীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সমাজসেবক অরুণজ্যোতি বড়ুয়া, দেব নাথ, সুমন চাকমা, রিমি বড়ুয়া, দিলীপ ধর, লিমা বড়ুয়া, সুনীল চ্যাটার্জী, পলাশ বড়ুয়া, সসীম বড়ুয়া প্রমুখ।
জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির উত্থান কোনভাবেই কাম্য নয়। ধর্ম অবমাননার দোহাই দিয়ে গত ৮দিন ধরে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে তা ৭১’এর বর্বরতাকেও হার মানিয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হিন্দুদের উপর হামলার পরিকল্পনাকারীসহ চিহ্নিত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবী করেন। পরে সংগঠনের পক্ষ থেকে বিশেষ একটি স্মারকলিপি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেলে বাচেলেট জেরিয়া ও বাংলাদেশ মিশনে হস্তান্তর করা হয়।
নিউজ লাইট ৭১