শ্রীলঙ্কার বিপক্ষে রোববার মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট টাইম : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / 33
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রোববার মাঠে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এ ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও টি স্পোর্টস।
এদিকে বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হয় বাজেভাবে। বাছাই পর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে যায় টাইগাররা। তবে পরের দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ের পর শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৯৭ রানের বড় জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ।
তবে সুপার টুয়েলভ পর্ব বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বড় দল হিসেবে বিশ্বকাপের প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় উইকেটে জয় আছে বাংলাদেশের। তবে বাছাই পর্বের বাইরে কোন দলকেই হারাতে পারেনি বাংলাদেশ। এই ফরম্যাটে দুর্বলতার কারনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ কখনো খুব ভাল করতে পারেনি।
২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে সুপার এইটে খেলতে পেরেছিলো বাংলাদেশ। এরপর ২০০৯, ২০১০ ও ২০১২ সালের আসরে একটি জয়ও পায়নি টাইগাররা। ২০১৪ আসরটি ১৬ দলের হওয়ায় জয় পায় বাংলাদেশ। গ্রুপ পর্বে ৩ খেলায় ২টি জয়ে হয়েছিল গ্রুপ সেরা। এরপর সুপার টেনে ৪ ম্যাচের সবগুলোই হারে বাংলাদেশ।
একই ধরনের চিত্র ছিলো ২০১৬ সালেও। প্রথম রাউন্ডে ৩ খেলায় ২ জয় পেয়েছিলো বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। গ্রুপ সেরা হয়ে সুপার টেন-এ উঠলেও, সেখানে কোন জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সবগুলো ম্যাচই হারে টাইগাররা। সুপার টেন পর্বে ভারতের কাছে ১ রানে হার বাংলাদেশের জন্য ছিলো কষ্টদায়ক। শেষ তিন বলে তিন উইকেট হারায় তারা। যখন জয়ের জন্য দরকার ছিল ৩ বলে মাত্র ২ রান।
আগামী ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকা হওয়ায় আত্মবিশ্বাসী হতেই পারে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। এই ফরম্যাটে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান করেছিলো বাংলাদেশ। ডাবল-লিগের ঐ টুর্নামেন্টের দ্বিতীয় লেগেও শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ফাইনালে ভারতের কাছে হেরেছিল টাইগাররা। সে ম্যাচেই টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সেরাটা মেলে ধরতে পেরেছিলো বাংলাদেশ। নিশ্চিতভাবেই রোববারের ম্যাচটি সেই ম্যাচের স্মৃতি জাগিয়ে তুলবে।
তবে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৭টিতে জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ হেরেছে ৪ টিতে। তবে সর্বশেষ দুই ম্যাচে জয় ছিলো বাংলাদেশেরই।
কিন্তু সব কিছু পিছনে ফেলে রেখে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার লক্ষ্যে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। এজন্য তরুণদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাইফউদ্দিন, শেখ মাহেদি হাসান ও নাইম শেখের জ্বলে উঠার আশায় অধিনায়ক।
সংবাদ সম্মেলনে অধিনায়ক রিয়াদ বলেন, তাদের পারফরম্যান্স আমাদের জন্য ইতিবাচক। সাইফুদ্দিন তিন ম্যাচেই ভালো বোলিং করেছেন, ভালো ব্যাটিং করেছেন। মাহেদি ভালো বল করেছেন। নিজের প্রথম ম্যাচে ৬৪ রান করেন নাইম। আমি আশা করি তারা এই ধারা অব্যাহত রাখবে। তারা যখন পারফর্ম করে তখন খুবই ভালো লাগে এবং এটা আমাদেরও অনুপ্রাণিত করে। আমি আশা করি, সুপার টুয়েলভেও তারা আরও ভালো করবে।
নিউজ লাইট ৭১