মাশরাফি কাকডাকা ভোরে মাঠে আসেন
- আপডেট টাইম : ০৯:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
- / 97
নিউজ লাইট ৭১ ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপে আট ম্যাচে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। বিশ্বকাপের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মাশরাফি। বিশ্বকাপ থেকে ফিরে পাঁচ মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন মাশরাফি।
প্রতিযোগিতামূলক ক্রিকেট দূরে থাক, মিরপুর শেরেবাংলার চৌহদ্দিতেই তাকে দেখা গেছে খুব কম। তবে দুই সপ্তাহ হলো আবারও ২২ গজে মনোযোগী হয়েছেন এই নড়াইল এক্সপ্রেস। উদ্দেশ্য এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো কিছু করা। এই আসরের সবচেয়ে সফল অধিনায়ক যে তিনি। বিপিএলের অন্যতম সেরা পারফরমারও। বিপিএলে তিনি এবার খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে।
খেলা থেকে অনেকটা দূরে সরে থাকা ৩৬ বছর বয়সী মাশরাফি কি বীরদর্পে ফিরতে পারবেন? এমন প্রশ্ন অনেকের। অনেকের মতে, বুড়োদের কাতারে চলে গেছেন তিনি। খেলার ধারও আগের মতো নেই। আর এসব বিষয় মাথায় রেখেই কঠোর অনুশীলনে নেমেছেন বাংলাদেশ ওয়ানডে দলের সেরা এ অধিনায়ক। সেই লক্ষ্যে গত দুই সপ্তাহে ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন মাশরাফি।
নিয়ম করে কাকডাকা ভোরে এসে মিরপুর অ্যাকাডেমি মাঠে রানিং ও জিম করে নিজেকে ফিট রাখার চেষ্টা করেছেন। গতকাল থেকে প্রায় ঘণ্টাদেড়েক ফুল রানআপে বোলিং শুরু করেছেন এই ডান-হাতি পেসার।