ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি নাগরিকদের নাম-ঠিকানা ব্যবহার করে অবৈধ সিম সংগ্রহ করতেন সাত বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • / 65

সৌদি নাগরিকদের নাম-ঠিকানা ব্যবহার করে অবৈধ সিম সংগ্রহ করতেন সাত বাংলাদেশি। তাদের সাথে থাকত চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার। এছাড়াও এসব সিম কার্ডে ছিল অন্যজনের আঙুলের ছাপ।

সম্প্রতি সৌদি আরবে সাত বাংলাদেশিকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় দেড় হাজার সিম উদ্ধার করা হয়।

রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-কারদিস বরাতে সৌদি গেজেট জানিয়েছে, সাইবার অপরাধ দমনের অংশ হিসেবে এই সাত বাংলাদেশিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার সাত বাংলাদেশির কাছ থেকে এক হাজার ৪৬১টি অবৈধ সিম উদ্ধার করা হয়েছে। এছাড়াও চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও বেশকিছু রিয়াল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

এই ৭ বাংলাদেশি রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘনের অপরাধও করেছেন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সৌদি নাগরিকদের নাম-ঠিকানা ব্যবহার করে অবৈধ সিম সংগ্রহ করতেন সাত বাংলাদেশি

আপডেট টাইম : ০৫:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

সৌদি নাগরিকদের নাম-ঠিকানা ব্যবহার করে অবৈধ সিম সংগ্রহ করতেন সাত বাংলাদেশি। তাদের সাথে থাকত চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার। এছাড়াও এসব সিম কার্ডে ছিল অন্যজনের আঙুলের ছাপ।

সম্প্রতি সৌদি আরবে সাত বাংলাদেশিকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় দেড় হাজার সিম উদ্ধার করা হয়।

রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-কারদিস বরাতে সৌদি গেজেট জানিয়েছে, সাইবার অপরাধ দমনের অংশ হিসেবে এই সাত বাংলাদেশিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার সাত বাংলাদেশির কাছ থেকে এক হাজার ৪৬১টি অবৈধ সিম উদ্ধার করা হয়েছে। এছাড়াও চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও বেশকিছু রিয়াল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

এই ৭ বাংলাদেশি রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘনের অপরাধও করেছেন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজ লাইট ৭১