৫ উইকেট নিলেন অভিমন্যু মিঠুন!
- আপডেট টাইম : ০৭:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / 109
এক ওভারে পরপর তিনটি উইকেট নিয়ে হ্যাট্রিক! পরের বলেই আরেকটি উইকেট! টানা চার উইকেট নেয়ার পরে একটু বিরতি। পঞ্চম বলে আর উইকেট হলো না। দিলেন এক রান। কিন্তু পরের বলেই আবার উইকেট!
শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম সেমিফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ইনিংসের শেষ ওভারে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন কর্নাটকের পেসার অভিমন্যু মিঠুন।
হরিয়ানার ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে হিমাংশু রানাকে ফেরান মিঠুন। রানার ক্যাচ ধরেন ময়াঙ্ক আগরওয়াল। ওভারের দ্বিতীয় বলে রাহুল টেয়াটিয়ার ক্যাচ ধরেন করুণ নায়ার। মিঠুনের হ্যাটট্রিক আসে সুমিত কুমারকে ফিরিয়ে। এ বার ক্যাচ ধরেন কদম। ওভারের চতুর্থ বলে অমিত মিশ্রকে নেন মিঠুন। ক্যাচ ধরেন কৃষ্ণাপ্পা গৌতম। পরের বল ওয়াইড। তার পরের বলে আসে এক রান।
ওভারের শেষ বলে জয়ন্ত যাদবকে ফেরান মিঠুন। ক্যাচ ধরেন লোকেশ রাহুল। অর্থাৎ, দুই রান দিয়ে সেই ওভারে পাঁচ উইকেট নেন মিঠুন। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৯৪ তোলে হরিয়ানা। জবাবে পাঁচ ওভার বাকি থাকতে দুই উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কর্নাটক (১৯৫-২)।
সূত্র: আনন্দবাজার পত্রিকা