বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন হাইকোর্টে স্থগিত
- আপডেট টাইম : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / 44
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২৩ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় নাম অন্তর্ভুক্ত করতে এবং নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন আদালত।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. নুরুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
বিএফইউজের ভোটার তালিকায় হাসান ফেরদৌসের নাম অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।
শ্রম সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, ট্রেড অর্গানাইজেশনের পরিচালক, রেজিস্ট্রার ও বিএফইউজের সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী তীর্থ সলিল পাল বলেন, হাইকোর্ট বিএফইউজের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন। রিট আবেদনকারী হাসান ফেরদৌস সিইউজের নিয়মিত সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক। তবে সিইউজের ভোটার তালিকায় তার নাম থাকলেও বিএফইউজের ভোটার লিস্টে তার নাম নেই।
তিনি আরও বলেন, এই বিষয়টি বিএফইউজেকে তিনি অনেকবার জানিয়েছেন। বিএফইউজে শ্রম অধিদপ্তরের নিবন্ধিত সংগঠন হওয়ায় তিনি শ্রম অধিদপ্তরেও জানিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। এ কারণে তিনি হাইকোর্টে রিট করেছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের তালিকা গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। যেখানে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল হওয়ায় ৩৩ জন প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হয়।
নিউজ লাইট ৭১