ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের আভাস :প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • / 116

নিউজ লাইট ৭১ ডেস্ক- ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমনটা জানান। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাধিক নেতা নিউজ লাইট ৭১ কে এমনটা জানিয়েছেন।

সভায় উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে নিউজ লাইট ৭১ কে বলেন, ‘বৈঠকে নেত্রী ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রসঙ্গে কথা তোলেন। তিনি উপস্থিত নেতাদের কাছে জানতে চান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারো কোনো সুপারিশ আছে কিনা। কিন্তু উপস্থিত নেতাদের কেউই মুখ খোলেননি। তখন নেত্রী কিছু কথা বলেন। তিনি বলেন, মহানগরের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। তবে কাকে বাদ দিয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে নেত্রী কিছু বলেননি।’

বৈঠকের প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে নিউজ লাইট ৭১ কে বলেন, ‘বৈঠকে আমাদের সাংগঠনিক বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমরা কয়েকটি সমস্যার কথা নেত্রীর কাছে তুলে ধরেছি। নেত্রী আমাদের সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’

Tag :

শেয়ার করুন

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের আভাস :প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপডেট টাইম : ০৬:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯

নিউজ লাইট ৭১ ডেস্ক- ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমনটা জানান। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাধিক নেতা নিউজ লাইট ৭১ কে এমনটা জানিয়েছেন।

সভায় উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে নিউজ লাইট ৭১ কে বলেন, ‘বৈঠকে নেত্রী ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রসঙ্গে কথা তোলেন। তিনি উপস্থিত নেতাদের কাছে জানতে চান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারো কোনো সুপারিশ আছে কিনা। কিন্তু উপস্থিত নেতাদের কেউই মুখ খোলেননি। তখন নেত্রী কিছু কথা বলেন। তিনি বলেন, মহানগরের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। তবে কাকে বাদ দিয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে নেত্রী কিছু বলেননি।’

বৈঠকের প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে নিউজ লাইট ৭১ কে বলেন, ‘বৈঠকে আমাদের সাংগঠনিক বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমরা কয়েকটি সমস্যার কথা নেত্রীর কাছে তুলে ধরেছি। নেত্রী আমাদের সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’