ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • / 72

অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকায় পা রাখবে আফগান যুবরা। আফগানরা প্রথমে পাকিস্তান যাবে সেখান থেকে দুটি দলে ভাগ হয়ে দোহা ও দুবাই হয়ে শনিবার বাংলাদেশে আসবে। এর আগে ৩১ আগস্ট তাদের বাংলাদেশে আসার কথা ছিলো। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ ২০ বছর পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। তাদের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকে একের পর এক হামলার শিকার হচ্ছে দেশটি।

এদিকে সম্প্রতি দেশটির বিমানবন্দরে বোমা হামলা চালায় আইএস। এরপর থেকে আফগানিস্তানের সাথে সকল বানিজ্যিক ফ্লাইট বন্ধ থাকে। যার ফলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যাতায়াত ব্যবস্থা চূড়ান্ত করতে না পারায় আফগানিস্তানের যুবদের বাংলাদেশ সফরটি তখন স্থগিত করে দেয়।

বাংলাদেশ সফরে পাঁচটি একদিনের ও একটি চার দিনের ম্যাচ খেলবে আফগান যুবরা। সব কয়টি ম্যাচ হবে সিলেটের মাটিতে। পূর্ব সূচি অনুসারে ৭ সেপ্টেম্বর যুব ওয়ানডে দিয়ে সফর শুরুর কথা ছিল। পরিবর্তিত অবস্থায় ৯ অথবা ১০ সেপ্টেম্বর হবে প্রথম একদিনের ম্যাচ। সিরিজ শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

আপডেট টাইম : ০৫:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

অবশেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকায় পা রাখবে আফগান যুবরা। আফগানরা প্রথমে পাকিস্তান যাবে সেখান থেকে দুটি দলে ভাগ হয়ে দোহা ও দুবাই হয়ে শনিবার বাংলাদেশে আসবে। এর আগে ৩১ আগস্ট তাদের বাংলাদেশে আসার কথা ছিলো। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ ২০ বছর পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। তাদের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকে একের পর এক হামলার শিকার হচ্ছে দেশটি।

এদিকে সম্প্রতি দেশটির বিমানবন্দরে বোমা হামলা চালায় আইএস। এরপর থেকে আফগানিস্তানের সাথে সকল বানিজ্যিক ফ্লাইট বন্ধ থাকে। যার ফলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) যাতায়াত ব্যবস্থা চূড়ান্ত করতে না পারায় আফগানিস্তানের যুবদের বাংলাদেশ সফরটি তখন স্থগিত করে দেয়।

বাংলাদেশ সফরে পাঁচটি একদিনের ও একটি চার দিনের ম্যাচ খেলবে আফগান যুবরা। সব কয়টি ম্যাচ হবে সিলেটের মাটিতে। পূর্ব সূচি অনুসারে ৭ সেপ্টেম্বর যুব ওয়ানডে দিয়ে সফর শুরুর কথা ছিল। পরিবর্তিত অবস্থায় ৯ অথবা ১০ সেপ্টেম্বর হবে প্রথম একদিনের ম্যাচ। সিরিজ শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

নিউজ লাইট ৭১