বিশ্বের কাছে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে চিনাতে হয় না
- আপডেট টাইম : ০৬:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 50
বিশ্বের কাছে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে চিনাতে হয় না। কারণ দলগত পারফরম্যান্স দিয়ে টাইগারা নিজেদের জানান দিয়েছে অনেক আগেই। তবুও অনেক ক্ষেত্রে খুব কাছে গিয়েও বাংলাদেশ জয়ের দেখা পায়নি। তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টিম-বাংলাদেশকে। আর এই হার মেনে নিতে কষ্ট হয় ক্রিকেট সমর্থকদের। বাংলাদেশের সমর্থকদের মতোই হার মেনে নিতে পারে না বিসিবি বস নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, আমার একটা খারাপ দিক হলো বাংলাদেশ হারলে আমি নিতে পারি না। কারণ বাংলাদেশ হারলে আমার মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না আমার মতো আরও অনেকেই আছে যারা হার মেনে নিতে পারে না। এতটা খারাপ লাগে। এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে যে যা নিয়ে আমার আগে ধারণা ছিল না।
এদিকে দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু বিসিবি বসকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছে তার চিকিৎসক। এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি।
নিউজ লাইট ৭১