শিরোনাম :
সাশ্রয়ী স্মার্টফোন এখন বাজারে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 65
জেডটিই ব্র্যান্ডের ব্লেড সিরিজের সাশ্রয়ী’দু’টি স্মার্টফোন বাংলাদেশের বাজারে এসেছে। জেডটিই ব্লেড এল ২১০ এবং ভি ২০২০ মডেলের স্মার্টফোন যথাক্রমে ৫,৯৯০ এবং ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
জেডটিই ব্লেড এল ২১০ এ ১ জিবি র্যাম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৬ ইঞ্চি ডিসপ্লে সহ পরিচলন ব্যবস্থায় রয়েছে অ্যান্ড্রয়েড গো। পাশাপাশি ব্লেড ভি ২০২০ এ অ্যান্ড্রয়েড ১০ এর ৬ দশমিক ৮২ ইঞ্চির পর্দার সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। ডিভাইসগুলো দেশের সব জেলার মোবাইল ফোনের আউটলেটে এখন পাওয়া যাচ্ছে।
নিউজ লাইট ৭১
Tag :