ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাপানি দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / 45

মা-বাবার পরিবর্তে জাপানি দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে। একই সঙ্গে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা এবং বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে থাকতে পারবেন বলেও আদালত সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানের কাছ থেকে সিআইডির উদ্ধার করা দুই মেয়ের বিষয়ে হাইকোর্টে শুনানি হয়। একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।

এছাড়াও আগামী ৩১ আগস্ট এর মধ্যে উভয় পক্ষের আইনজীবীদের বিষয়টি সমাধানে ভূমিকা রাখার প্রচেষ্টা চালাতে পরামর্শ দিয়েছেন আদালত।

আদালতে জাপানি নারী নাকানো এরিকোরে পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। শরীফ ইমরানের পক্ষে শুনানি করেন ফাওজিয়া করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

দুই শিশুর মা জাপানি নাগরিক নাকানো এরিকোর করা রিটের পরিপ্রেক্ষিতে ১৯শে আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক বাবার জিম্মায় থাকা শিশুদেরকে আগামী ৩১ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।

এছাড়া তাদের দুজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে তাদের মা মামলা করলে ২২শে আগস্ট শিশু দুটিকে উদ্ধার করে সিআইডি।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি আমেরিকান নাগরিক শরীফ ইমরান জাপানি আইন অনুসারে বিয়ে করেন। বিয়ের পর তারা টোকিওতে বাসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তিনটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।

সন্তানরা হলেন- জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭)। এরিকো পেশায় একজন চিকিৎসক। মালিকা, লিনা ও হেনা টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসআইজে) শিক্ষার্থী ছিল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জাপানি দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে

আপডেট টাইম : ০৫:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

মা-বাবার পরিবর্তে জাপানি দুই শিশুকে ৩১ আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে। একই সঙ্গে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা এবং বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে থাকতে পারবেন বলেও আদালত সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানের কাছ থেকে সিআইডির উদ্ধার করা দুই মেয়ের বিষয়ে হাইকোর্টে শুনানি হয়। একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।

এছাড়াও আগামী ৩১ আগস্ট এর মধ্যে উভয় পক্ষের আইনজীবীদের বিষয়টি সমাধানে ভূমিকা রাখার প্রচেষ্টা চালাতে পরামর্শ দিয়েছেন আদালত।

আদালতে জাপানি নারী নাকানো এরিকোরে পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। শরীফ ইমরানের পক্ষে শুনানি করেন ফাওজিয়া করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

দুই শিশুর মা জাপানি নাগরিক নাকানো এরিকোর করা রিটের পরিপ্রেক্ষিতে ১৯শে আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক বাবার জিম্মায় থাকা শিশুদেরকে আগামী ৩১ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।

এছাড়া তাদের দুজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে তাদের মা মামলা করলে ২২শে আগস্ট শিশু দুটিকে উদ্ধার করে সিআইডি।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি আমেরিকান নাগরিক শরীফ ইমরান জাপানি আইন অনুসারে বিয়ে করেন। বিয়ের পর তারা টোকিওতে বাসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তিনটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।

সন্তানরা হলেন- জেসমিন মালিকা (১১), লাইলা লিনা (১০) ও সানিয়া হেনা (৭)। এরিকো পেশায় একজন চিকিৎসক। মালিকা, লিনা ও হেনা টোকিওর চফো সিটিতে অবস্থিত আমেরিকান স্কুল ইন জাপানের (এএসআইজে) শিক্ষার্থী ছিল।

নিউজ লাইট ৭১