খাদ্য সামগ্রী বিতরণ করেছে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ
- আপডেট টাইম : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / 63
রাজধানীর দেড় হাজার অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ। সোমবার রাজধানীর উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ১৮ কেজি খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেবার ভ্রত নিয়ে সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। বাড়ি বাড়ি খুঁজে অসহাস মানুষের তালিকা করে, তাদের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সিনিয়র সহ সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী প্রমুখ।
মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম নঈমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, তথ্য প্রযুক্তি সম্পাদক শাকিল আহমেদ জুয়েল (বাবু), কেন্দ্রীয় সংসদ সদস্য কাফি, শিখা রানী বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার তৈল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি ডাল।
নিউজ লাইট ৭১