ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে খেলবেন তামিম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • / 48

১৬ দল নিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১৭ অক্টোবর। তবে আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান তামিম ইকবাল খেলবেন, নাকি খেলবেন না তা নিয়ে জল্পনা-কল্পনা ক্রিকেট অঙ্গনে। কারণটা অবশ্য ইনজুরি। তামিম এই ইনজুরির সাথে যুদ্ধ করে মাঠে ফিরছে আবারও এক ম্যাচ খেলেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাচ্ছে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলছেন, তামিম বিশ্বকাপ দলের অবধারিত অংশ।

এদিকে তামিম ইকবাল চোটের কারণে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেনি। তারই ধারাবাহিকতায় আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও নেই তামিম। শনিবার মিরপুর স্টেডিয়ামে আকরাম খান বলেন, তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে খেলবেই। ও দলের সাথে থাকবে। ওর সমস্যা ইনজুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিত নির্বাচকরা কথা বলছে।

তিনি আরো বলেন, এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি ফিট হয়ে যাবে। আমি সংশয় দেখছি না। তামিম ফিট থাকলে আমাদের জন্যই ভালো। ও প্রতিষ্ঠিত ও খুব ভালো খেলোয়াড়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে খেলবেন তামিম

আপডেট টাইম : ০৭:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

১৬ দল নিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১৭ অক্টোবর। তবে আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশ ওয়ানডে দলের কাপ্তান তামিম ইকবাল খেলবেন, নাকি খেলবেন না তা নিয়ে জল্পনা-কল্পনা ক্রিকেট অঙ্গনে। কারণটা অবশ্য ইনজুরি। তামিম এই ইনজুরির সাথে যুদ্ধ করে মাঠে ফিরছে আবারও এক ম্যাচ খেলেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাচ্ছে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলছেন, তামিম বিশ্বকাপ দলের অবধারিত অংশ।

এদিকে তামিম ইকবাল চোটের কারণে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেনি। তারই ধারাবাহিকতায় আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও নেই তামিম। শনিবার মিরপুর স্টেডিয়ামে আকরাম খান বলেন, তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে খেলবেই। ও দলের সাথে থাকবে। ওর সমস্যা ইনজুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিত নির্বাচকরা কথা বলছে।

তিনি আরো বলেন, এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি ফিট হয়ে যাবে। আমি সংশয় দেখছি না। তামিম ফিট থাকলে আমাদের জন্যই ভালো। ও প্রতিষ্ঠিত ও খুব ভালো খেলোয়াড়।

নিউজ লাইট ৭১