নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা
- আপডেট টাইম : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / 41
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে ১৯ সদস্যের টাইগার দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম। এ তিনজন অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি । টিমে এবার বাদ পড়েছেন শুধু মোহাম্মদ মিঠুন। বৃহস্পতিবার দুপুরে এই দল ঘোষণা করা হয়।
টাইগার দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া সিরিজের দলে ছিলেন ১৭ জন।তবে এবার ১৯ জনের দল ঘোষণা করা হলেও বাদ দেওয়া হয়েছে মিঠুনকে। কেননা গত সিরিজে ব্যাট হাসেনি এই ব্যাটসম্যানের।অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের সঙ্গেও খেলছেন না তামিম।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। এ সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে কিউইরা, নেতৃত্বে রয়েছেন টম ল্যাথাম। ১ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি, শেষটি হবে ১০ সেপ্টেম্বর। সিরিজেরও সব ম্যাচ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নিউজ লাইট ৭১