ঢাকাকে রিকশামুক্ত করা হবে: আতিক
- আপডেট টাইম : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
- / 136
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশামুক্ত করা হবে। এ সময় রিকশার পরিবর্তে কুড়িল-বিশ্বরোডে বিআরটিসির চক্রাকার বাস নামানোর কথাও বলেন তিনি।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, গণপরিবহন ব্যবস্থায় নিয়ম-শৃঙ্খলা নেই। নিয়ম-শৃঙ্খলা বলতে ব্যবসায়িক নিয়ম থাকতে হবে, আর্থিক নিয়ম থাকতে হবে। এমনকি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। আমাদের এখানে সেটা নেই।
সবাই যে যার মতো ব্যবসা করছে উল্লেখ্য করে মেয়র বলেন, পরিবহন ব্যবস্থাকে একটি বিজনেস মডিউল দিতে হবে। সবাই যে যার মতো ব্যবসা করছে। সেখান থেকে সবাইকে এই মডিউলের বেতন নিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আগামীকাল বুধবার দুপুর ১২টায় রিকশাচালক ও মালিকদের নগর ভবনে ডেকেছি। আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। তাদের সমস্যার কথা শুনতে চাই। আমরা তাদের বোঝাতে চাই যে নগরীর বৃহত্তর স্বার্থে এ ধরনের পদক্ষেপ নিতে হবে।
ইতোমধ্যে রিকশা বন্ধের এই উদ্যোগকে নাগরিক সমাজ সাধুবাদ জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকাকে রিকশামুক্ত করার প্রক্রিয়া আজ বা কাল তো শুরু করতেই হবে। তাই আমরা রিকশাচালক ও মালিকদের বোঝাবো। রিকশারর পরিবর্তে কুড়িল-বিশ্বরোডে বিআরটিসির চক্রাকার গাড়ি নামানোর চিন্তা করছি আমরা।
কুড়িল-বিশ্বরোডে রিকশা চলাচল বন্ধ প্রসঙ্গে মেয়র বলেন, ঢাকা শহরে যত সড়ক আছে সেগুলো একত্রিত করলে ২০ হাজার কিলোমিটার হয়। কিন্তু আমরা রিকশা বন্ধ করতে পেরেছি মাত্র ১০ কিলোমিটার সড়কে। আমাদের পরিকল্পনা আছে দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশাশূন্য করার।
কর্মশালার সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের অপারেশন্স ম্যানেজার ডান ডান চেন। সূচনা বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুপুর গুপ্তা।
সবশেষে ভোট অব থ্যাংকস উপস্থাপন করেন ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেসন অথরিটি (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ) ডিটিসিএ এর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান।