কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব
- আপডেট টাইম : ০৪:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / 68
প্রবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে কুয়েতে ‘বাংলাদেশ প্রেস ক্লাব’ নামে নতুন সংগঠন তৈরি করেছেন সেখানকার প্রবাসী সাংবাদিকরা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির ফরওয়ানিয়া এলাকায় আল হেনা হল রুমে ক্লাবের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলনে কার্যকরী কমিটির নির্বাচনে বাংলাদেশি জাতীয় সংবাদ মাধ্যম ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদকর্মীরা যোগদান করেন।
সম্মেলনে নির্বাচন কমিশনার ছিলেন ‘পদক্ষেপ’ পত্রিকার সম্পাদক আল-আমিন চৌধুরী স্বপন। তিনি নবগঠিত কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করেন।
তারা হলেন- সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ সভাপতি শরিফ মো. মিজানুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রানা, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেবজু মিয়া, মহিলা সম্পাদক নাসরিন আক্তার মৌসুমী, আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম হাওলাদার, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আলাল আহমেদ, সহ আপ্যায়ন সম্পাদক দেবু মজুমদার, শ্রম সম্পাদক মো. বিলাল উদ্দিন, সহ শ্রম সম্পাদক মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক পাভেল।
সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ‘বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত’ ও জিলিব প্রবাসী ক্লাবের নেতা-কর্মীরা।
নিউজ লাইট ৭১