ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশগামী কর্মীরা অগ্রাধিকার সুবিধা পাবেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • / 64

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। কারণ টিকা না নিয়ে বিদেশে গিয়ে কোয়ারেন্টিনের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে প্রবাসীদের। ফলে বিদেশে কর্মী পাঠানো কমে যাচ্ছে। এ কারণে সরকার তাদের জন্য টিকার ব্যবস্থা করেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বিদেশগামী কর্মীদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে টিকা প্রদানের জন্য ১০ ক্যাটাগরির নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে। এতে ৩ নম্বরে বিদেশগামী কর্মীদের কথা আছে।

আগামী ১৯ জুন চীন সরকারের উপহারের ১১ লাখ টিকা দেয়া শুরু হবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল এবং জেলা সদর হাসপাতাল বা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেন্দ্রে টিকা দেয়া হবে।

বিদেশগামী কর্মীদের সহজে টিকা প্রদানের চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, প্রবাসীকল্যাণমন্ত্রী উদ্যোগী হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। এর ফলে বিদেশগামী কর্মীরা অগ্রাধিকার সুবিধা পাবেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিদেশগামী কর্মীরা অগ্রাধিকার সুবিধা পাবেন

আপডেট টাইম : ০৭:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। কারণ টিকা না নিয়ে বিদেশে গিয়ে কোয়ারেন্টিনের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে প্রবাসীদের। ফলে বিদেশে কর্মী পাঠানো কমে যাচ্ছে। এ কারণে সরকার তাদের জন্য টিকার ব্যবস্থা করেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বিদেশগামী কর্মীদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে টিকা প্রদানের জন্য ১০ ক্যাটাগরির নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে। এতে ৩ নম্বরে বিদেশগামী কর্মীদের কথা আছে।

আগামী ১৯ জুন চীন সরকারের উপহারের ১১ লাখ টিকা দেয়া শুরু হবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল এবং জেলা সদর হাসপাতাল বা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেন্দ্রে টিকা দেয়া হবে।

বিদেশগামী কর্মীদের সহজে টিকা প্রদানের চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, প্রবাসীকল্যাণমন্ত্রী উদ্যোগী হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। এর ফলে বিদেশগামী কর্মীরা অগ্রাধিকার সুবিধা পাবেন।

নিউজ লাইট ৭১