শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৫
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / 108
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১২৫ গ্রাম ১৬৬ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ১৩ কেজি ১২০ গ্রাম গাঁজা ও ১৯২১৪ পিস ইয়াবা উদ্ধার মূলে জব্দ করা হয়।
ডিএমপি সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :