কঙ্গনাকে জয়ললিতা চরিত্রে চেনাই যায় না
- আপডেট টাইম : ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / 119
নিউজ লাইট ৭১-তামিলনাড়ুর সাবেক অভিনেত্রী ও মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক করছেন কঙ্গনা রনৌত! এই খবর প্রকাশ্যে আসতেই নায়িকার ভক্ত ও নিন্দুকদের মাঝে উত্তেজনা জমে উঠে।
সবারই এক কথা- কেমন লাগবে কঙ্গনাকে দেখতে, আদৌ মানাবে কিনা? অবশেষে প্রকাশ পেল সেই ছবি ‘থালাইভি’র ফার্স্টলুক।
কিন্তু পয়লা দর্শনে এ কোন কঙ্গনা! পুরো গেটআপ বদলে তাকে যেন চেনাই দায়! চরিত্রের প্রয়োজনে নায়িকার মুখে দেখা যাচ্ছে ‘ডাবল চিন’, সিঁথি মাঝ বরাবর কাটা— অবিকল ‘জয়ললিতা সিগনেচার স্টাইল’।
এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনলাইন দুনিয়ায়। কেউ লিখেছেন, “আপনি অভিনয় ভালো করবেন সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এটা কী ধরনের মেকআপ?” আবার কেউ লিখেছেন, “আপনাকে না পুরো সেই ‘চাচি ৪২০’-এর চাচির মতো লাগছে।” করো মতে, জয়ললিতা চেয়ে স্মৃতি ইরানি মনে হচ্ছে বেশি।
তবে অনুরাগীদের প্রশংসা পেয়েছেন কঙ্গনা। কেউ বলছেন, “এক্কেবারে পারফেক্ট।” কারো মতে, “কঙ্গনা ছাড়া জয়ললিতার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্র কেউ ফুটিয়ে তুলতে পারবে না।”
এ দিকে কিছুদিন আগে কঙ্গনার প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে তার কাছে রাখা হয় এক মজার প্রশ্ন।
ভয়েস ওভারে এক অভিনেত্রীকে বলতে শোনা যায়, “অনেক রাজনৈতিক দলের কাছ থেকেই রাজনীতিতে যোগদানের প্রস্তাব পেয়েছি আমি। আমার দাদুও নামজাদা রাজনীতিবিদ ছিলেন। কিন্তু আমার কোনো দিন রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল না। আমি সব সময়ই পরিচালক হতে চেয়েছি। সেটাই এখন আমার জীবনের প্রাথমিক লক্ষ্য।”
এরপর জিজ্ঞাসা করা হয় এই অভিনেত্রী কে? অমিতাভ এক মুহূর্তও চিন্তা না করে বললেন, “যার ভয়েস ওভার এটি তিনি অত্যন্ত সুন্দর, সুবিখ্যাত এবং এক নম্বর অভিনেত্রী। প্রচুর পুরস্কার পেয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও।” এভাবে কঙ্গনার প্রশংসা করেন বিগ বি।
কঙ্গনার পরের ছবি ‘থালাইভি’ ২০২০ সালের জুনে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।