অ্যাড-হক কমিটি গঠনের নির্দেশনা
- আপডেট টাইম : ০৭:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / 98
দেশের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের অ্যাপেক্স বডি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচনের নির্দিষ্ট তারিখ পরিবর্তন করে সময় বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য রুল জারি করেছেন হাইকোর্ট।
সংগঠনটির বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মহামান্য হাইকোর্টের কাছে অ্যাড-হক (Ad-hoc) কমিটি গঠনের নির্দেশনার আবেদন করে বেসিসের সাধারণ সদস্য ও এলিয়েন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ।
এ প্রসঙ্গে বেসিসের সাধারণ সদস্য এবং এলিয়েন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ বলেন, দেশের তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি খাতের সবচেয়ে বড় বাণিজ্য সংগঠন ও অ্যাপেক্স বডি হলো বর্তমান বেসিস। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এ সংগঠনটি, ভবিষ্যতেও রাখতে পারবে। সংগঠনই যদি অনিয়মের মধ্যে চলে তাহলে কিভাবে হবে।
তিনি বলেন, আমাদের প্রিয় সংগঠন বেসিসকে অনিয়মের মধ্যদিয়ে চলতে দেওয়া যায় না। যদিও বেসিসের বর্তমান নির্বাহী কমিটির যথেষ্ট অনিয়ম লক্ষ্যণীয়। যাহা সম্পূর্ণ অবৈধ, বেআইনি ও আইন পরিপন্থি। তাদের (বর্তমান নির্বাহী কমিটি) একের পর এক অনিয়ম ও অবৈধভাবে ক্ষমতায় থাকার মনোবৃত্তি ও স্বেচ্ছচারিতাকে আর সামনে এগুতে দেওয়া যায় না।
বর্তমান নির্বাহী কমিটিতে অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে যে নতুন পরিচালক পদে কো-অপ্ট করে নেওয়া হয়েছে, সেক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নি।
নিউজ লাইট ৭১